|
---|
শরীফুল ইসলাম,শান্তিপুর,নতুন গতি: নদীয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংগঠিত হয় এক মোমবাতি মিছিলের।
যে কোনো মৃত্যুই যন্ত্রণার, বেদনার। তবে , দলের দাপুটে তরতাজা তরুণ বিধায়ক সত্যজিতকে এ ভাবে হারাতে হবে, এত নৃশংস হবে প্রিয় নেতার মৃত্যু , কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর দলের কর্মী দরদী নেতা কেউই। ভাষাহীন প্রতিবাদ সমানে চলছে নিহত সত্যজিতের জন্ম ভূমি হাঁসখালি থেকে শহর ,শহর থেকে জেলা সহ রাজ্য জুড়ে।