|
---|
মহঃজামালউদ্দিন, নতুন গতি আন্তর্জাতিক ডেস্ক:এই সপ্তাহে পাকিস্তানে সফর করতে চলেছেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান। তার সফরের আগেই পৌছালো,তার পাঁচ ট্রাকবাহী ব্যাক্তিগত জিনিস পএ।সেই ট্রাকবাহী পৌছে গেছে ইসলামাবাদে।তবে এই পাঁচ ট্রাকবাহীতে সম্পূণ রুপে কি কি আছে,তা যুবরাজ গপোনীয়তা রেখেছে।যুবরাজের ব্যক্তিগত নিরাপত্তা দল ও সৌদি গণমাধ্যমের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছেছেন।
যুবরাজ , পাক সফরে তিনটি স্মারক চুক্তিতে সই হবে বলে জানা যাচ্ছে।এই সফরে দুই দেশের মধৌ ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুবরাজের সঙ্গে ৪০ জন ব্যবসায়ী পাকিস্তান সফরে যাবেন।
দুই দেশের সরকারের মধ্য তিনটি মেগা চুক্তি হবে। চুক্তির আওতায় পাকিস্তানে ৮ বিলিয়ন ডলারে তেল শোধনাগার হবে বলে জানা যাচ্ছে।