ভারত-চীন যুদ্ধে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ান সংবাদপত্রের উল্লেখযোগ্য তথ্য

নতুন গতি নিউজ ডেস্ক: ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি গালওয়ান সীমান্তে ভারতের সেনাবাহিনীর সাথে চীনে লাল ফৌজ এর সংঘর্ষ বাধে। এই সংঘর্ষের ফলে ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন বীর জোয়ান শহীদ হন । চীনের থেকে জানানো হয় মাত্র চারজন চিনা সৈন্য এই সংঘর্ষের ফলে শহীদ হন। ওই চারজন শহীদ চীনা জাওয়ানকে বিশেষ সম্মানে ভূষিত করে চীনের সরকার।

    কিন্তু অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্র এই বিষয়ে উল্লেখযোগ্য একটি তথ্য এনেছে। গালওয়ান সীমান্তে চীনের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের সময় মোট ৪২ জন চীনের সেনা শহীদ হয়েছেন । ভারতীয় সেনার ধাওয়া করার কারণে বাধ্য হয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু নদীর জল প্রচন্ড শীতল থাকার কারণে মোট ৩৮ জন চীনা সৈন্যর মৃত্যু হয়। কূটনৈতিক কারণে এই খবর প্রকাশ করতে চাইনি বলে জানানো হয়েছে।