|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আফগানিস্তানের শীর্ষ তালেবান নেতাদের সাথে বৈঠকের আয়োজন করেছেন। মঙ্গলবার তালেবান কর্তৃপক্ষের সাথে ভারতের এ আনুষ্ঠানিক বৈঠক হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো কূটনীতিক পর্যায়ে ইসলামপন্থী সংগঠনটির সাথে ভারতের প্রতিনিধিদের সাক্ষাৎ হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় ভারতের রাষ্ট্রদূত দিপক মিত্তাল প্রথমবারের মতো তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টেনিকজাইয়ের সাথে বৈঠক করেছেন। দোহায় ভারতের দূতাবাসের ভেতরে এ বৈঠক হয়। ভারতের দাবি, তালেবানের অনুরোধে এ কূটনীতিক পর্যায়ের বৈঠকের আয়োজন করে ভারত।
বৈঠকে ভারতের কূটনীতিকরা আঞ্চলিক নিরাপত্তা ও সুরক্ষা আর আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের দ্রুত দেশে ফেরার ওপর গুরুত্বারোপ করেন।
তালেবান নেতাদের সাথে বৈঠকের সময় দোহায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মিত্তাল বলেন, ভারতবিরোধী কর্মকাণ্ড ও উগ্রবাদের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহৃত হওয়া উচিত হবে না। জবাবে তালেবান নেতারা এসব বিষয় ইতিবাচকভাবে সমাধান করা হবে বলে আশ্বাস দেন।