|
---|
ভারতে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত ৬, বিহারে এক
নতুন গতি ওয়েব ডেস্ক: ভারতে করোনা ভাইরাসের কারণে মৃত্যু বেড়েই চলেছে
এবার করোনার থাবা বিহারেও এসে পড়ল। রাজ্যে আক্রান্ত তিনজন হলেও রবিবার দুপুরে মৃত্যু হল এক যুবকের। ৩৮ বছরের বিহার মুঙ্গেরের বাসিন্দা ওই যুবক পাটনা AIMS হাসপাতালে ভর্তি ছিলেন। সবচেয়ে চমকে দেওয়ার মতো খবর, ওই যুবক দুদিন আগেই তিনি কলকাতা থেকে ট্রেনে পাটনা পৌঁছেছিলেন। ফলে কলকাতায় করোনা সংক্রমণ নিয়ে নতুন করে চিন্তা বাড়ল রাজ্য প্রশাসনের। ভারতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার সকালেই মহারাষ্ট্রের পুনেতে এক করোনা আক্রান্তের মৃত্যু হল। ৬৩ বছরের ওই বৃদ্ধ গত ১৯ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা পডিটিভ ওই বৃদ্ধ হাই ব্লাড প্রেসার ও ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন বলে জানিয়েচেন চিকিৎসকরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৪, এরমধ্যে ৪১ জনই বিদেশী নাগরিক। এরমধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। সেখানে করোনায় আক্রান্ত ৭৪ জন। এরমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এরপরেই আছে কেরল, সেখানে আক্রান্ত ৫২ জন। পাশাপাশি দিল্লিতে ২৭ জন, উত্তরপ্রদেশে ২৫ জন। পাঞ্জাব ও চন্ডিগড়েও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। আশঙ্কার বিষয়, দমদম পার্কের এক বৃদ্ধের দেহে মিলল করোনা ভাইরাস। তাঁর বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড পাওয়া যায়নি। তবে ওই বৃদ্ধের প্রতিবেশীদের দাবি, ওনার ছেলে ইতালিতে থাকেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি কলকাতায় এসেছিলেন।