|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: শুক্রবার উত্তর সিকিমে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার একটি গাড়ি। গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় গাড়ির ভিতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই বিষয়ে আরও জানা গিয়েছে এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। এই সড়ক দুর্ঘটনা ঘটেছে উত্তর সিকিমের টুং চেকপোস্টের কাছে।
প্রসঙ্গত এই বিষয়ে জানা গিয়েছে উত্তর সিকিমের মঙ্গল জেলার মেয়ং খোলা এলাকায় একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নদীতে পড়ে যায়। ঘটনায় নিহত তিনজনের লাশ ইতিমধ্যে উদ্ধার করেছে উদ্ধারকারী বাহিনী, এই ঘটনায় নিখোঁজ এক জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।