|
---|
দেবজিৎ মুখার্জি: তেলেঙ্গানায় অনার কিলিং। প্রেম করে বিয়ে করেছিলেন এক হিন্দু তরুণী ও এক মুসলিম তরুণ। সম্প্রতি ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে তাঁর বাপের বাড়ি থেকে। ঘটনায় তরুণীর বাবা-সহ পরিবারের সদস্যদের গ্রেপ্তার করেছে তেলাঙ্গানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি রাজ্যের আদিলাবাদের। কুড়ি বছরের মৃত তরুণীর নাম রাজেশ্বরী। তিনি দীর্ঘদিন ধরেই মেলামেশা করতেন নারনুর জেলার এক মুসলিম তরুণের সঙ্গে। মাস খানেক আগে তাঁরা পরিবারের অমতে বিয়ে করেন। এরপর থেকেই রাজেশ্বরী উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিল তাঁর পরিবার। সম্প্রতি গ্রামে এই নিয়ে পঞ্চায়েত বসে। উপস্থিত ছিলেন দুই পরিবারের প্রবীণ সদস্যরা। সেখানে সিদ্ধান্ত হয়, রাজেশ্বরী স্বামীর সঙ্গে থাকবে না, বাপের বাড়ি ফিরে যাবে। রাজেশ্বরীর অমতেই তাঁকে বাড়িতে নিয়ে যায় তাঁর পরিবার। এরপর গত শুক্রবার বাপের বাড়িতে রাজেশ্বরী রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর মৃত্যুর কথা পুলিশকে জানায় বাবা। যদিও মেয়ের খুনের ঘটনায় বাবাকেই অন্যতম অভিযুক্ত বলে মনে করছে পুলিশ। তবে তরুণীর দেহ উদ্ধারের পর পরিবারের সমস্ত সদস্যকেই গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত তদন্ত করতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।