|
---|
আসমা খাতুন, আসানসোল : কবি কাজী নজরুলের জন্ম দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমানের আসানসোল রবীন্দ্র ভবনে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন ও আসানসোল পৌরনিগমের যৌথ উদ্যোগে কবি নজরুলের ১২৩ তম জন্মদিনকে সামনে রেখে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংবর্ধনার আয়োজন করা হয়েছিল । এই অনুষ্ঠানে নাচ গান কবিতা আবৃতি ও গুণীজন সাংবর্ধনা সভার আয়োজন করা হয় । এই সভায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক নিজাম উদ্দিন ,সাহিত্যিক রমজান আলী, সাহিত্যিক ও পরিবেশবিদ জয়া মিত্র ,বাংলাদেশের কবি সাহিত্যিক ও গীতিকার আনয়ারুল হক ,পূর্ব বর্ধমানের বিশিষ্ট সাংবাদিক ও লেখক সফিকুল ইসলাম দুলালকে সম্মানিত করা হয়। এই সভায় বিশিষ্ট সাহিত্যিক রমজান আলি বলেন আজ নজরুল নিয়ে অনেকে কাজ করছেন কিন্তু পশ্চিম বঙ্গে এই কাজ শুরু করেছিলেন আব্দুল আজিজ আল আমান ও পরবর্তী ক্ষেত্রে গতি পত্রিকার মাধ্যমে এমদাদুল হক নূর । কবি পরিবারের তরফ থেকে সোনালী কাজী তা স্বীকার ও করেন । এই অনুষ্ঠানটি তত্ত্বাবধন করেন কবি কাজী নজরুলের নাতনি তথা দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের কর্ণধর সোনালী কাজী। আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চক্রবর্তী , বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ ঘটক ,আসানসোল পৌর নিগমের পক্ষে ওয়াসিমুল হক সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন । দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের কর্নধর সোনালী কাজী পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চক্রবর্তী ,অভিজিৎ ঘটক সহ সমস্ত আসানসোল পৌরনিগমের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ।