পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আগামী বছর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে

নতুন গতি ডিজিটাল ডেস্ক: আগামী বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্য শিক্ষা পর্ষদের প্রস্তাবে সায় সরকারের। বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে সংসদ এবং পর্ষদ। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বুধবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা আবহে আপাতত খুলছে না স্কুল।

    মার্চ মাস থেকে বন্ধ স্কুলের পঠনপাঠন। করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে মার্চ মাস থেকে স্কুল বন্ধ। মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে স্কুলে ক্লাসই করতে পারেনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে। উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় মার্চে। কিন্তু করেনা পরিস্থিতিতে ওলট পালট হয়ে গিয়েছে সব কিছু। এর আগেই দু’টি দিল্লি বোর্ডের মতো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সিলেবাসের ভার কমিয়েছে সরকার। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

    আগামী বছরের এপ্রিল-মে মাসের দিকে রাজ্যের সম্ভাব্য বিধানসভা ভোট রয়েছে। সেই কারণে পরীক্ষাগুলো জুন মাসে নেওয়া হবে বলে জানা গেছে। তবে এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন টেস্ট পরীক্ষা ছাড়াই হবে। পাঠ্যক্রমেও কাটছাঁট করা হয়েছে। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৫ জুন থেকে।

    মাধ্যমিক পরীক্ষার সূচি-
    ১ জুন- মঙ্গলবার- প্রথম ভাষা
    ২ জুন- বুধবার- দ্বিতীয় ভাষা
    ৪ জুন- শুক্রবার- ইতিহাস
    ৫ জুন- শনিবার- ভূগোল
    ৭ জুন- সোমবার- অঙ্ক
    ৮ জুন- মঙ্গলবার- পদার্থ বিজ্ঞান
    ৯ জুন- বুধবার- জীবন বিজ্ঞান
    ১০ জুন- বৃহস্পতিবার- ঐচ্ছিক বিষয়