আগামী সপ্তাহেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন

দেবজিৎ মুখার্জি: আগামী সপ্তাহেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। উৎসবের মরশুম শেষ হলেই ভোটগ্রহণ পর্ব শুরু হবে বলে কমিশন সূত্রে খবর।

     

    নভেম্বরের মধ্যেই পাঁচ রাজ্যের ভোটপর্ব শেষ করার লক্ষ্য নিয়েছে কমিশন। পাঁচ রাজ্যের ভোটগ্রহণ আলাদা দিনে হলেও গণনা একই দিনে হবে বলে জানান কমিশনের এক শীর্ষকর্তা। এবছরই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।