|
---|
আজিম সেখ, নতুন গতি,বীরভূম:-জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে বোলপুর শহর পরিক্রমা করে গান্ধী মূর্তিতে মাল্যদান করলেন এবং গান্ধীজীর নীতি ও আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার শপথ নিয়ে পথসভায় বক্তব্য রাখলেন সৈয়দ কাসাফদ্দোজা চেয়ারম্যান বীরভূম জেলা কিষান কংগ্রেস কমিটি।
জেলা intuc সভাপতি মৃনালকান্তি বোস, সেবাদলের জেলা চেয়ারম্যান দেব কুমার দত্ত, কিষান কংগ্রেসের রাজ্য সম্পাদক সৈয়দ সিরাজ আলি (বাদসা), জেলার বিশিষ্ট কংগ্রেস নেতা তপন সাহা প্রমুখ নেতৃবৃন্দ। সঙ্গে ছিলেন কংগ্রেসের নেতৃত্ব, কর্মী ও সমর্থকগন।