দেওর তৃণমূলের ব্লক সভাপতির পদ খোয়াতেই গ্রেফতার বধূ নির্যাতন মামলায় বছর আশির বৌদি

নিজস্ব সংবাদদাতা : দেওর তৃণমূলের ব্লক সভাপতির পদ খোয়াতেই গ্রেফতার বধূ নির্যাতন মামলায় নেতার বছর আশির বৌদি। বেশ কয়েক বছর আগেই ঝাড়খণ্ডের শিউলি মিত্রের সঙ্গে বিয়ে হয় বীরভূমের সদাইপুর থানার চিনপাই গ্রামের বাসিন্দা অনিমেশ মিত্রের। তাঁর কাকু ভোলানাথ মিত্র দুবরাজপুরের প্রাক্তন ব্লক সভাপতি। সম্প্রতি তিনি তাঁর পদ হারিয়েছেন। তারপরই বধূ নির্যাতনের পুরনো মামলায় গ্রেফতার হন তাঁর বৌদি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বধূ নির্যাতনের অভিযোগ তুলে ২০১৩ সালে এক মামলা দায়ের করেন শিউলি। ঝাড়খণ্ডের রাজমহল ঝাড়খণ্ড আদালতে কেস শুরু হয়। ২০১৭ সালে তৃণমূল নেতার দাদার ছেলে অনিমেশ ও তাঁর মা ভারতী মিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তারপর থেকেই তাঁদের খোঁজ মিলছিল না। শুক্রবার সকালে ভারতী মিত্রকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সদাইপুর থানা পুলিশ। ভারতীর বয়স আশির কোঠায়। তিনি এই গ্রেফতারি প্রসঙ্গে কিছুই বলতে পারলেন না। তাঁর বক্তব্য, “আমি তো এই মামলা সম্পর্কে কিছুই জানি না। কেন গ্রেফতার করা হল, সেটাও বুঝতে পারছি না। বউমার ওপর কোনও নির্যাতন হয়নি। তবে একদিন ও ওর বাড়ির লোকের উসকানিতে চলে গেল।”

     

    উল্লেখ্য়, ভোলা মিত্র এখন শাসকদলের কোনও পদে নেই। প্রশ্ন উঠছে ভোলানাথ মিত্র এতদিন ব্লক সভাপতি পদে ছিলেন বলেই কি পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তাঁর পদ খোলাতেই পুলিশি অ্যাকশন শুরু বলে মনে করা হচ্ছে।তবে তৃণমূল নেতার বক্তব্য, “আমি ব্লক সভাপতি ছিলাম বলে, যে গ্রেফতার করা হচ্ছিল না, সেটা ঠিক কথা নয়। আমাদের দুটো আলাদা পরিবার। ভাইপো ও বৌদি ছিল না। ফলে এতদিন তাঁদের গ্রেফতার করা যায়নি। আইন আইনের পথে চলবে।”