কান্দীর মহলন্দী থেকে নিখোঁজ সাবরিনা খাতুন নামে এক মহিলা

 

    জৈদুল সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের কান্দী থানার অন্তর্গত মহলন্দীর চাঁদপুর গ্রামে বাসিন্দা পিতা পিয়ারুল শেখ এর দাবি যে তার মেয়ে সাবরিনা খাতুন বয়স ১৯ এর গত একবছর আগে বিয়ে হয়েছিল বহরমপুর থানার অন্তর্গত শিয়ালমারা গ্রামে, সে গত পনেরো দিন আগে পিতা পিয়ারুল শেখের বাড়িতে এসেছিল।

    গত ফেব্রুয়ারীর চার তারিখ মহলন্দী স্টেট ব্যাংকে যাব বলে বাড়ি থেকে বেলা দশটার সময় বেরিয়ে যায়, কিন্তু তার তিন ঘণ্টা পর না আসায় পরিবারের সন্দেহ হওয়ায় খোঁজাখুঁজি শুরু করে, অনেক খোঁজা খুজির পর না পেয়ে ফেব্রুয়ারি মাসের গত ৬ তারিখ কান্দী পুলিশ থানায় অভিযোগ করেন, সাবরিনা নিখোঁজ হওয়ার আগে পরনে ছিল কালো ছাবা সালুয়ার কামিজ,

    গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫. ২” এখন অব্দি সাবরিনা খাতুন না পেয়ে হতাশায় পিতা ও শশুর বাড়ির দুই পরিবার, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কান্দী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এতোদিন কাটার পরেও কোনো খবর না পাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে প্রশাসন আদৌ কোনো তদন্ত করছে কী না?