|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: গত ১১ই ফেব্রুয়ারি কর্মসংস্থানের দাবীতে ছাত্র-যুবদের আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী বাঁকুড়া জেলার কোতলপুরের যুবক মইদুল মিদ্যা পুলিশের আঘাতে আহত হন। কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানায় এবং মাইদুল মিদ্যার মৃত্যুকে দুঃখজনক বলে আখ্যায়িত করে। সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, কর্মসংস্থানের দাবীতে যে কোন আন্দোলনকারীর মৃত্যুই দুঃখের।
তিনি এই ঘটনাকে ধিক্কার জানিয়ে বলেন, গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সমস্ত সংগঠনেরই আছে। কিন্তু সেই আন্দোলনে পুলিশের দমন পীড়ন ন্যাক্কারজনক ঘটনা। নিহতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে সাবির আহমেদ বলেন, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে তিনি সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি নিহত মাইদুল মিদ্যার স্ত্রীকে আর্থিক সহযোগিতা এবং সরকারি চাকরি দেওয়ারও দাবী জানান।