|
---|
করোনা আতঙ্কের মধ্যেই বিদ্যালয়ে চাল ও আলু বিলির নির্দেশ, আতঙ্কিত শিক্ষকমহলের একাংশ
নতুন গতি ওয়েব ডেস্ক
করোনা আতঙ্কের মধ্যেই শিক্ষাদপ্তরের নির্দেশ
বিদ্যালয় খুলে প্রতি ছাত্রছাত্রী পিছু 2 কেজি করে চাল ও আলু বিতরণ করতে হবে। গত 20ই মার্চ শিক্ষা
দপ্তরের এক বিজ্ঞপ্তি( মেমো নং: 126/MDM , তারিখ: 20/03/2020) জারি হওয়ার পর শিক্ষক মহলে জল্পনা শুরু হয়েছে। শিক্ষকদের একাংশের মত চাল ও আলু বিতরণ করার সময় শিক্ষকদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। এর কারণ গ্রামের বিদ্যালয়ে চাল আলু বিতরণ করার সময় অভিভাবকদের ভিড় জমবে। অনেক অবিভাবক বাইরের রাজ্য থেকে ফিরে এসেছে। আবার অন্যদিকে গ্রামের দিকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ব্যাপক হারে প্রচার হয়নি। তাই সংক্রমণের সম্ভাবনা থাকে। বেশিরভাগ বিদ্যালয়ে শনিবার থেকেই শিক্ষক শিক্ষিকার বাজার থেকে আলু কিনে বিদ্যালয়ে মজুত করেছে ও প্যাকেট করে রেখেছে।যাতে করে সোমবার ও মঙ্গলবার বিতরণ করতে সুবিধা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন আমরা শিক্ষাদপ্তরের নির্দেশের বিপক্ষে নয়, কিন্তু আরো ভালো সতর্কতার সংস্থান থাকলে ভালো হতো।ইতিমধ্যেই রাজ্য সরকার আগামী 31ই মার্চ পর্য্যন্ত সমস্ত জমায়েত নিষিদ্ধ করেছে। বাইরের দেশ বা রাজ্য থেকে লোক এলে 14 দিন হোম কোয়ারান্টাইনে থাকার কড়া নির্দেশ জারি করেছে।