|
---|
সাজ্জাদ হাসান,হাওড়া: আজ থেকে ঠিক 19 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল মৌলানা আজাদ একাডেমী, হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম বাগনানের হাল্যাণ এ, প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব ড., শেখ আব্দুল মুজিদ। তিনি কর্মসূত্রে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন একনিষ্ঠ পদাধিকারী কর্মচারী ছিলেন, তাঁর শিক্ষার প্রতি দরদ ছিল, সেই ভাবনা থেকেই একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, সেই ভাবনা আজ বাস্তবায়িত, দেখতে দেখতে 19 টা বছর পার হলো এই প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পরিকাঠামো সহ শিক্ষার মান অনেক উন্নত মানের। মরহুম ডক্টর আব্দুল মুজিদ সাহেব ভেবেছিলেন শিক্ষাই পারে একটি জাতিকে উন্নততর করতে। তিনি গত বছর 15 ই অক্টোবর পরলোকগমন করেন, তিনি ছিলেন প্রতিষ্ঠানের প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠাতা, তার মাগফেরাতের জন্য দোয়ার মজলিস সহ প্রতিষ্ঠান এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুশতাক হোসেন সাহেবের আব্বা ও আম্মা জানের,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান বিশ্বাস,বোর্ড অব ট্রাস্টি বোর্ড এর ম্যানেজমেন্ট র কমিটির সকল সদস্য সেইসঙ্গে একাডেমির সঙ্গে সম্পৃক্ত সর্বস্তরের সহযোগী সম্মানীয় সদস্যদের জন্য এদিন দোয়া করা হয়, এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস সম্পর্কিত আলোচনা হয়, এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব বাউজুল হোসেন। অন্যান্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠান এর সম্পাদক মোঃ ফারুক, সহ সম্পাদক এমদাদুল করিম ও শহিদুল ইসলাম, বোর্ড অফ ম্যানেজমেন্ট এর অন্যতম সদস্য সামাদুল করিম, আব্দুল মালেক, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান আব্দুর রশিদ একাডেমী শিক্ষক সিদ্দিকুর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষা কর্মী, উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান এর সম্পাদক মোঃ ফারুক সাহেব তার প্রারম্ভিক ভাষণে বলেন অর্থসহ ত্যাগ ও সেবার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া,পরম সৃষ্টিকর্তাকে খুশিও রাজি করার জন্য আমাদের সকলকে আজাদ একাডেমী জন্য কাজ করতে হবে। সাথে সাথে আরো বলেন আগামী 15 ই অক্টোবর 2021 চেয়ারম্যান সাহেবের প্রথম ওয়াফাত দিবস সেই উপলক্ষে আগামী 15 ই অক্টোবর মাসের শেষ শনিবার চেয়ারম্যান সাহেবের জন্য খাস করে দোয়ার মজলিস অনুষ্ঠিত হবে, এই ধারা প্রতি বছর চলতে থাকবে ইনশাআল্লাহ, পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কোভিড বিধি মেনে, দোয়া র মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।