|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: করোনায় ভারতবর্ষে রোজ দীর্ঘতর হচ্ছে মৃত্যু মিছিল, পশ্চিমবঙ্গে রোজ বাড়ছে মৃতের সংখ্যা,জমছে লাশের স্তুপ, অক্সিজেন ঔষধের হাহাকার কলকাতা থেকে জেলায় জেলায়। সংক্রমণ রুখতে জারি লকডাউনে রুজি রোজগার হারিয়েছেন কোটি কোটি মানুষ, বন্ধ ট্রেন বাস। এত হতাশার মধ্যেও একটু একটু করে আশার আলো দেখছে পরিসংখ্যান,করুণা রোগীদের শ্বাসকষ্ট ই হচ্ছে বেশি সংখ্যায়,অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে শহর থেকে গ্রামে। এর সমাধানের জন্য বহু স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে চলেছেন। রাতে-দিনে পৌঁছে দিচ্ছে অক্সিজেন সিলিন্ডার সহ প্রয়োজনীয় ঔষধ সহ অন্যান্য সামগ্রী,কেউ বা ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন এর সমাধান করার চেষ্টা করে চলেছেন। আমরা এমন একজনের সন্ধান পেলাম তিনি হলেন শেখ নইমুদ্দীন সাহেব। তিনি একাধারে যেমন সমাজসেবা করে থাকেন বহু আগে থেকেই, আবার তিনি সহ-সভাপতি দক্ষিণ কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের, কলকাতা বন্দরের মাননীয় বিধায়ক রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের স্নেহধন্য,ফিরহাদ হাকিমের নেতৃত্বে তিনি কাজ করে থাকেন, এবং তাঁরই নির্দেশে বন্দর এলাকা তথা দক্ষিণ কলকাতার জুড়ে নানান সমাজসেবা কাজ করে থাকেন তারমধ্যে অন্যতম এই করোনাকালে অক্সিজেন ঘাটতি মেটানোর চেষ্টা। কলকাতা বন্দর এলাকায়, তার এই উদ্যোগকে সাধুবাদ জানান সাংসদ এবং রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি, শেখ নইমুদ্দিন এর দীর্ঘদিনের সমাজসেবা কাজ করার সাথী , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শেখ মালিয়ার রহমান বলেন তিনি এলাকার অসহায় গরিব বঞ্চিত, কন্যাদায়গ্রস্ত পিতা পাশে,দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে, মন্দির,মসজিদ তৈরিতে তাঁর সহযোগিতা দেখেছি, করোনাকালে তাঁর ফ্রিতে অক্সিজেন দেওয়া কে আমাদের অনুপ্রাণিত করেছে, নইমুদ্দিন সাহেব তারা আয়এর একটা অংশ সমাজসেবার কাজে ব্যয় করে থাকেন।