কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের বিক্ষোভ সভা খয়রাসোল এলাকায়

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে, একশ দিনের কাজের বকেয়া প্রাপ্য টাকা ও আবাস যোজনার পাওনা আদায়ের দাবিতে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সর্বত্র কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ,প্রতিবাদ সভা সহ নানান কর্মসূচি পালিত হচ্ছে প্রতিদিন।সেইরূপ খয়রাসোল ব্লকের বড়রা অঞ্চল তৃনমূল কংগ্রেসের ডাকে মঙ্গলবার সন্ধ্যায় বড়রা হাটতলা প্রাঙ্গণে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সদস্য রজত মুখার্জী প্রমুখ নেতৃত্ব।

    এদিন বক্তব্যের মাধ্যমে তৃনমূল কংগ্রেস নেতৃত্ব বলেন কেন্দ্র সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে। রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া প্রাপ্য টাকা আটকে রেখেছে।আবাস যোজনার টাকাও আটকে দিয়েছে। যদিও এনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সর্বত্র আন্দোলন শুরু হয়েছে এমনকি দিল্লিতে গিয়েও অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচির কথা তুলে ধরেন। বড়রা অঞ্চলের মধ্যে বিধবা পেনসন এবং বার্ধক্য ভাতা সকলেই পাচ্ছেন কেউ বাকি নেই বলে দাবি করা হয়।এলাকায় পানীয় জল, পথশ্রী রাস্তা শ্রী প্রকল্পে এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। আগামী দিনে খয়রাসোল ব্লকের অন্যান্য অঞ্চলের মধ্যে ও এরূপ কর্মসূচি পালন করা হবে বলে জানান খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী।