|
---|
মহিউদ্দীন আহমেদ, আউসগ্রাম: মঙ্গলবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম গেঁড়াআ গ্রামে ধুমধাম করে পালন করা হলো তৃনমূল নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিনের অনুষ্ঠানের উদ্যোগ নেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল নেতা দাতা সেখ আব্দুল লালন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বশরীরে হাজির না থাকলেও তাঁর ছবির সামনে কেক কাটা হয়। সন্ধ্যায় আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের অনুষ্ঠান সঙ্গীত সবার নজড় কাড়ে। এদিন আদিবাসী মহিলাদের নিজের হাতে কেক ও মিষ্টি খাইয়ে দেন তৃনমূল নেতার আব্দুল লালন সহ দলের কর্মীরা। অনুষ্ঠানে আউশগ্রাম এলাকার বহু মানুষ ও দলীয় কর্মী সমর্থকরা অংশ নেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে উপস্থিত ছিলেন আউশগ্রাম ২-পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই, ব্লক নেতা দাতা সেখ আব্দুল লালন, যুবনেতা আফজল রহমান(সঞ্জু) সহ অনান্যরা। সেখ আব্দুল লালন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা। তার সুস্থ্য জীবন কামনা করে আমরা দলীয় উদ্যোগে তার জন্মদিন পালন করলাম।