সরিষা হাই স্কুল প্রাঙ্গণে ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- বাঙালির শ্রেষ্ট উৎসব হলো দুর্গোৎসব, আর তার পর শুভেচ্ছা বার্তা সহ একাধিক বার্তা নিয়ে হাজির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ বুধবার সরিষা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষন সামীম আহমেদ এর ব্যবস্থাপনায় ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। এখানে উপস্থিত ছিলেন ডা:হা: বিধান সভার পর্যবেক্ষন তথা এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় সামীম আহমেদ মোল্লা,বিশিষ্ট রাজ্য শিক্ষক নেতা মইদুল ইসলাম, ডা:হা: ২ নম্বর ব্লক সভাপতি তথা এই অনুষ্ঠানের সভাপতি অরুময় গায়েন, ডা:হা: সাংগঠনিক জেলার তৃণমূলের সভা নেত্রী মনমোহিনী বিশ্বাস, ডা: হা: ২ নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা, সহ ২ নম্বর ব্লকের সকল জেলা পরিষদের সদস্যা,সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্যা,প্রধান উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থক প্রুখ।

    রাজ্যজুড়ে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানগুলিতে দুর্গাপুজো এবং শুভ ও অশুভের লড়াইয়ের গুরুত্ব তুলে ধরে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা প্রচার চালাচ্ছেন, পাশাপশি এদিন ১০০ দিনের কাজের বকেয়া আদায়ের জন্য তাঁদের সংগ্রাম অন্তিম মুহূর্ত পর্যন্ত চলবে বলে জানায়। নেতানেত্রীরা স্পষ্ট বার্তা দেন, যতক্ষণ পর্যন্ত না কেন্দ্র বাংলার বকেয়া টাকা মেটাবে, ততক্ষণ এই দাবিতে বিভিন্ন অঞ্চল এবং ব্লকের রাস্তায় লড়াই চলবে।আজকের এই বিজয়া সম্মিলনী তে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের মধ্যে বিশিষ্ট প্রবীণ নাগরিকদের সম্মর্ধনা দেওয়া হয়। এবং এখানে আসা আগত কয়েক হাজার কর্মী সমর্থক দের মিষ্টি মুখ করানো হয়।