বাংলায় চাকরি করতে হলে জানতে হবে বাংলা, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি নিউজ ডেস্ক: বাংলায় চাকরি করতে হলে বাংলা ভাষা এবং আঞ্চলিক ভাষা জানা প্রয়োজনীয়। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান অনেক সময় অভিযোগ আসে প্রশাসনিক ও বিচার তারা বাংলা ঠিকমত বুঝতে পারেন না , অথবা বাংলা ভাষা একেবারেই জানেন না। সেই ক্ষেত্রে কর্ম ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের। এই সমস্যা সমাধানের জন্য বাংলা ভাষা জানতেই হবে। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মক্ষেত্র তৈরি হলে বাংলার যুবক-যুবতীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।

    মুখ্যমন্ত্রী আরো বলেন বাংলায় চাকরি করতে হলে অবশ্যই বাংলা ভাষা জানতে হবে। বুধবার দিন মালদা মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বাংলায় শিল্পের প্রসারের ক্ষেত্রে এবং বিনিয়োগের ক্ষেত্রে একাধিক পরামর্শ দেন তিনি। এর পাশাপাশি তিনি আরো জানান যতই কেন্দ্রীয় সরকার বাংলা কে অবমাননা করুক , বাংলাটাই এগিয়ে থাকবে।