|
---|
জলপাইগুড়ি: বুধবার সাতসকালে জলপাইগুড়ি তিস্তা উদ্যান এ ভাল্লুক এর পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। এরপর এই শহরে আতঙ্ক ছড়ায়। ভালুক টিকে খোঁজবার জন্য বনদপ্তর এর পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া গিয়েছে যে একটি জন্তু তিস্তা উদ্যান এর মধ্যে ঘোরাফেরা করছে । এরপরে কালবিলম্ব না করে জলপাইগুড়ি বনদপ্তর এর পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। কিন্তু এখনো ভাল্লুকের সন্ধান পাওয়া যায়নি। সদ্য শুরু হওয়া সরকারি বইমেলা আপাতত বন্ধ রাখা হয়েছে।
গোটা রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে, জলপাইগুড়িতে সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। স্বভাবতই একটা খুশির হাওয়া বইছে। কিন্তু এরই মাঝে ভাল্লুকের পায়ের চিহ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী।