|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : আগরতলায় পুরভোটেও মহিলা প্রার্থীদেরই প্রাধান্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস৷ আগরতলা পুরসভার ৫১টি আসনের মধ্যে ২৫টিতেই মহিলাদের প্রার্থী করেছে তৃণমূল (Agartala Civic Polls)৷ এ দিনই আগরতলায় পুরসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল৷
ত্রিপুরায় পুরসভা নির্বাচনে (Tripura Municipal Elections)সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল৷ যদিও তৃণমূলের অভিযোগ, আম্বাসা সহ বিভিন্ন জায়গায় তৃণমূল (TMC in Tripura) প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে বিজেপি৷ যদিও আগরতলা পুরসভার নির্বাচনে সব আসনে দল প্রার্থী দিচ্ছে বলেই জানানো হয়েছে৷
এ দিন আগরতলায় বড় মিছিল করে নিজেদের শক্তি বোঝায় তৃণমূল কংগ্রেস৷ মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব৷ আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরসভা নির্বাচন৷ ২৮ নভেম্বর ফল ঘোষণা৷
পুরভোটেই ত্রিপুরায় বিজেপি-কে তারা বড় ধাক্কা দেবে বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কয়েকদিন আগে ত্রিপুরায় গিয়ে সভা করে এসেছেন৷ ত্রিপুরায় প্রায় প্রতিদিনই দলের নেতা কর্মীদের উপরে বিজেপি হামলা চালাচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের৷
বাংলায় বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের বিপুল সমর্থন পায় তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল ক্ষমতায় এলে যে মহিলাদের ক্ষমতায়ণের পক্ষেই কাজ করবে, গোয়াতে গিয়ে সেই বার্তা দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ত্রিপুরাতেও মহিলাদের সামনে রেখেই ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস৷
২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকেই তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো৷ পশ্চিমবঙ্গে ছাত্রী এবং মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ তার সুফলও পেয়েছে শাসক দল৷ এবার ত্রিপুরাতেও একই মডেলে মহিলাদের মন জয়ে এগোচ্ছে তৃণমূল