|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : রাজ্যে পেট্রোল–ডিজেলের দাম সেঞ্চুরি করে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে বাস–ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছিলেন বাস মালিক সংগঠনের কর্তারা। এই অবস্থায় আজ, বুধবার বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর জানিয়ে দিলেন, ‘বাস ভাড়া বাড়বে না। করোনা পরিস্থিতিতে মানুষের আয়ে কোপ পড়েছে। এই অবস্থায় কোনওভাবেই বাস–ভাড়া বাড়ানো যাবে না।’
তাহলে রাস্তায় বেসরকারি বাস নামবে না? পরিবহণ দফতর সূত্রে খবর, বাস মালিকদের রাজ্য সরকার জানিয়েছে, বিকল্প জ্বালানি বা ব্যাটারি চালিত বাস দেওয়ার বিষয়ে আলোচনা চালাবে রাজ্য। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় দফার বৈঠক হবে। কিন্তু বাসভাড়া বাড়ানো যাবে না। বাস–ভাড়া বাড়ালে মানুষের ওপর চাপ বাড়বে।
সম্প্রতি পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের ক্ষোভ উগড়ে দিয়ে বলেছিলেন, কেন্দ্রীয় সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েই যাবে। তার ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন। তাই পুনে থেকে বিশেষজ্ঞকে আনা হচ্ছে। তিনি পুরনো ডিজেল বাসকে ব্যাটারি বাসে রুপান্তরিত করবেন। ফলে সরকারি ও বেসরকারি বাসের সুরাহা হবে। ২০২২ সাল থেকে এই সমস্যা কেটে যাবে।
বাস–ভাড়া নিয়ে কী বলেছেন পরিবহণমন্ত্রী? আজ ফিরহাদ হাকিম বলেন, ‘অলটারনেটিভ ফুয়েল নিয়ে কথা চলছে। বাসভাড়া না বাড়ানোর জন্য আজকেও আমি বাস মালিকদের হাত ধরে বললাম, বাবু, তোমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু একটু সহ্য করো। কারণ কোভিড পরিস্থিতি এবং নোটবন্দির পর সাধারণ মানুষের হাতে টাকা নেই। তাই ভাড়া বাড়িও না। আমি অন্যভাবে তোমাদের পুষিয়ে দেব।’