|
---|
শিলিগুড়ি: ভোটের সময় আমরা মানুষের কাছে পৌছাব যাতে মানুষ শিলিগুড়িতে আবার সিপিএম কেই ফিরিয়ে আনে।আজ সকালে নিজের ছয় নম্বর ওয়ার্ডে প্রচারে বের হয়ে এমনটাই জানালেন সিপিএমের প্রার্থী অশোক ভট্টাচার্য।
তিনি আজ সাংবাদিকদের জানালেন এবারেও শিলিগুড়িতে সিপিএম আসবে,এখানে কোন ভুল নেই,ভোটের আগে আজ শেষ রবিবার,তাই আজ একটু সকালেই প্রচারে বের হলাম।তিনি জানালেন মানুষের কাছ থেকে প্রচণ্ড সাড়া পাচ্ছি আমি,তাই নিজের ওয়ার্ড ছাড়াও অন্য ওয়ার্ডেও ঘুরছি আমি।শিলিগুড়িতে বামফ্রন্টই আবার ক্ষমতায় আসবে,মানুষ তৃণমূল এবং বিজেপী দুজনের আসল রুপ দেখে নিয়েছে তাই আবার সিপিএমের কাছেই ফিরবে শিলিগুড়ির মানুষ।আমরা বাইরের কোন সেলিব্রিটিকে আনব না,আমরা নিজেরাই শিলিগুড়ির ৪৬টি ওয়ার্ড ঘুরবো।
অশোক ভট্টাচার্য্য আরো জানান তৃণমূল কংগ্রেসের অত্যাচার মানুষ আর নিতে পারছে না,তারা বিকল্প চাইছে তাই শিলিগুড়ি থেকেই বিকল্প রাস্তা তৈরী হবে।শিলিগুড়ি আবার লাল আবিরে রাঙা হবে।মানুষকে আমরা সুষ্ঠু পরিসেবা দিতে বদ্বপরিকর জানালেন অশোক ভট্টাচার্য।