১০০ দিনের কাজের ও আবাস যোজনার টাকা হকের দাবিতে প্রতিবাদ সভা তৃণমূলের

নতুনগতি, নুরউদ্দিন: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের কুমড়া পাড়া অঞ্চলের চিকের মোড় বাজার এবং নন্দকুমারপুর অঞ্চলের গঙ্গার মোড় বাজারে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও ১০০ দিনের কাজের ও আবাস যোজনার টাকা নিজের হকের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন, প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার, উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা মাধবি হালদার পুরকাইত, উপস্থিত ছিলেন কুমড়াপাড়া অঞ্চলের প্রধান শরমা সরদার, উপস্থিত ছিলেন নন্দকুমারপুর অঞ্চলের প্রধান মজিবর খান, উপস্থিত ছিলেন কুমড়াপাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি জ্ঞানরঞ্জন মজুমদার, উপস্থিত ছিলেন নন্দকুমারপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ননীগোপাল ত্রীপাঠী সহ বহু তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা!

    এইদিন প্রতিবাদ সভায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার বলেন, সারা ভারতবর্ষে বিজেপি যে জঞ্জাল পার্টি, তারা,,, ভারতবর্ষে যখন প্রচার কার্য চালাচ্ছিল, তখন তারা সারা ভারতবাসীকে বোকা বানিয়েছিল, এই বিজেপি সরকার ভারতবাসীকে মিথ্যে গল্প শুনিয়ে এবং মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল, এই বিজেপি সরকার বলেছিলেন এই ভারত বর্ষকে ডিজিটাল ইন্ডিয়া বানাবেন,বলেছিলেন এই ভারত বর্ষে আচ্ছা দিন আসবে, তারা বলেছিলেন চৌকিদারের মতো এই দেশটাকে পাহারা দেবেন, কিন্তু আঁক্ষেপে কি দেখলাম? দেখলাম ২০১৪ নির্বাচনের পরে যখন ভারতবর্ষের মর্সাদে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো তখনই ভারতবর্ষের যেগুলো আমাদের কাজ করা উচিত ছিল কাজগুলো হলো কৃষকদের স্বার্থে কাজ করা, সেই কৃষি ব্যবস্থাকে ভেঙে ফেললো? হাজার হাজার শিল্প কারখানা বন্ধ হয়ে গেল? লক্ষ লক্ষ বেকার শ্রমিক কাজ হারালো? সারা ভারতবর্ষ জুড়ে রেল থেকে শুরু করে বিমান থেকে শুরু করে সমস্ত জায়গায় কর্মী ছাটাই হতে শুরু করল? এলআইসি থেকে শুরু করে সমস্ত কিছু ভারতবর্ষের সব বিক্রি করতে শুরু করল এই বিজেপি সরকার, তাই এই বিজেপি সরকারকে লোকসভা নির্বাচনে উৎখাত করতে হবে!