মণিপুরে দিনদিন বাড়তে থাকে হিংসার মাঝে সংসদে পাস হয়ে গেলো খনি বিল

দেবজিৎ মুখার্জি: মণিপুরে দিনদিন বাড়তে থাকে হিংসার মাঝে সংসদে পাস হয়ে গেলো মাইনস অ্যান্ড মিনারেলস (ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন সংশোধনী বিল, ২০২৩)। যদিও আপাতত এটি রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায়।

    বিল অনুযায়ী, এই সংক্রান্ত ১৯৫৭ সালের পুরনো আইনে বদল করে ভারত সরকারের হাতে দেশে ২৬টি দামি খনিজ পদার্থের খনন ও উত্তোলনের জন্য বেসরকারি কোম্পানিদের নিয়ে নিলাম ডাকার ক্ষমতা দেওয়া হবে। লিথিয়াম, কোবাল্ট, গ্রাফাইটের মতো মহামূল্যবান প্রাকৃতিক খনিজ সম্পদ উৎপাদন বাড়াতে হবে। এতদিন এগুলির নিলাম করতে পারত শুধু রাজ্য সরকার। ২৬টি সম্পদের উৎপাদন চাঙ্গা হলে সুবিধা হওয়ার কথা ইলেকট্রিক যান, ব্যাটারি ক্রেতাদের। আর মুনাফা হবে প্রাইভেট কোম্পানিগুলির। বেরিলিয়াম, নিওবিয়াম, টাইটানিয়াম, জিরকোনিয়ামের মতো খনিজ সম্পদও তালিকায় রয়েছে।

    এবার প্রশ্ন উঠছে যে প্রাকৃতিক সম্পদ নিলামে যাতে বাধা না আসে, সেই কারণেই কি ষড়যন্ত্র করে উত্তরপূর্বে জাতিদ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে?