আপের পর সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের অনৈক্য

দেবজিৎ মুখার্জি: ফের ইন্ডিয়া জোটে ফাটল। আপের পর এবার ভোটমুখী মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের অনৈক্যের ছবি সামনে চলে এলো।

     

    কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোনওরকম আলোচনা শুরুর আগেই একপেশেভাবে মধ্যপ্রদেশের চার আসনে প্রার্থী ঘোষণা করে দিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বুন্দেলখণ্ড এবং চম্বল-গোয়ালিয়র অঞ্চলের চারটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। আসলে ওই অঞ্চল দু’টি উত্তরপ্রদেশ লাগোয়া।