|
---|
বর্ধমান: পূর্ব বর্ধমানের কালনায় ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিউটন মজুমদারের বাড়ি না ফেরায় ছড়ায় চাঞ্চল্য।
জানা যায়, বুধবার পুর চেয়ারম্যান নির্বাচন থাকায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। একদিন কেটে গেলেও আর বাড়ি ফিরে আসেননি। বৃহস্পতিবার দুপুরে তিনি ফোন করেছিলেন এবং ছেলে রাজনীতি করতে চায়না বলে দাবি করেছেন কাউন্সিলরের মা।
পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি জানিয়েছেন “দলীয়ভাবে কিছু জানানো হয়নি। তবে নিউটন মজুমদার কেন বাড়ি যায়নি তা খোঁজ নিয়ে দেখছি। নিউটন মজুমদারের থেকে একটা ই-মেল পেয়েছি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কালনার মহকুমাশাসককে একটি ইমেল পাঠিয়ে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিতে চান নিউটন মজুমদার।