|
---|
উত্তরবঙ্গ: জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। চার দিনের পাহাড় সফরে মন জয় করে নিলেন তিনি। পাহাড়ের আমজনতা মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ। একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের মানুষ গুলো যাতে ভালো থাকে ,তাই তিনি বারে বারে ছুটে আসেন পাহাড়ে।
কখনও মোমো বানাতে ব্যাস্ত তিনি, কখনও ফুচকা বানাতে ব্যাস্ত, কখনও বা রাস্তায় দাড়িয়ে বাচ্চাদের চকলেট বিতরন, পথ চলতি মানুষ গুলোর সাথে আলাপ পরিচয়। হয়তো তিনি পারেন এই সব, রাজনীতির বাইরে এত সাবলীল তিনি, ভাষায় প্রকাশ করা অন্তরায়। আসলে পাহাড়ের সহজ মানুষ গুলো কে ভালোবাসেন তিনি,তাই সময় পেলে ছুটে আসেন পাহাড়ে।