|
---|
দেবজিৎ মুখার্জি, কোচবিহার: ফের বেফাঁস উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সোমবার পথে নামে তৃণমূল। নিশীথ প্রামাণিকের কেন্দ্র অর্থাৎ ভেটাগুড়ি থেকে বিজেপিকে একহাত নেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। আক্রমণ করেন নিশীথ প্রামাণিককেও। তিনি বলেন, “আমাদের কোনও কর্মীর গায়ে হাত পড়লে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না।” বিজেপি কর্মীদের ঘর থেকে বের করে এনে মারধর করার কথা বলেন তিনি।
এ বিষয়ে বিজেপির কোচবিহারের জেলা সভাপতি বলেন, “কোচবিহার আর আগের মতো নেই। বর্তমানে এলাকায় সন্ত্রাস চালানোর মতো অবস্থায় নেই তৃণমূল। সেই কারণেই উদয়ন গুহরা বিজেপিকে ভয় পাচ্ছে। তাই এসব কথা বলে নতুন করে অশান্তি বাধাতে চাইছে। তবে বিজেপি কখনও আক্রমণ করে না, করবেও না।”