বিদ্যুৎ চক্রবর্তীর বাংলোয় গেল বীরভূম জেলা পুলিশ

দেবজিৎ মুখার্জি, বীরভূম: এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাংলোয় গেল বীরভূম জেলা পুলিশ। তাঁর উপর পাঁচটি মামলার, তিনটিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। সেগুলির ভিডিও রেকর্ডিংও হবে। আগামী ২২ তারিখ তাঁকে বাকি দুটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।

    জেলা পুলিশ জানিয়েছে, “পাঁচটি মামলায় চারজন তদন্তকারী অফিসার রয়েছেন। আজ তিনটি মামলার জন্য তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হবে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। সমস্ত জিজ্ঞাসাবাদ পর্বটি ভিডিও রেকর্ডিং করবে শান্তিনিকেতন থানা। পাশাপাশি বয়ানও রেকর্ড করা হবে। সেগুলি আদালতের কাছে রিপোর্ট আকারে তুলেও দেওয়া হবে।”

    উল্লেখ্য, প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে রয়েছে রবীন্দ্রনাথকে অবমাননা, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে কটূক্তি, বাঙালিকে কাঁকড়ার জাত, দুর্গাপূজা প্রসঙ্গে স্পর্শকাতর মন্তব্য এবং মেয়াদ ফুরনোর পরও সরকারি বাংলো জবরদখলের অভিযোগ।