|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সঙ্কটের মুখে ভারত। “পেট্রোলিয়াম রিজার্ভ নেমে এসেছে মাত্র ৭৪ দিনে” কেন্দ্রের দেওয়া এই ভয়াবহ তথ্যে ছড়ালো চাঞ্চল্য।
বৃহস্পতিবার সংসদে তৃণমূল সাংসদ সৌগত রায় জানতে চেয়েছিলেন পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে যে এই মুহূর্তে দেশে মজুত তেলের পরিমাণ ঠিক কতটা? কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে সেই পরিমাণ তেল দিয়ে কতদিন কাজ চালানো সম্ভব? এই প্রশ্নের জবাবে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে “এই মুহূর্তে দেশে ৫.৩৩ মিলিয়ন মেট্রিক টন অশোধিত তেল মজুত আছে। যা দিয়ে ৯.৫ দিন দেশের চাহিদা মেটানো সম্ভব। সেই সঙ্গে বিভিন্ন পেট্রোলিয়াম সংস্থাগুলির কাছে যা তেল মজুত আছে তাতে আরও ৬৪.৫ দিনের কাজ চলতে পারে। অর্থাৎ সব মিলিয়ে অশোধিত তেল এবং পেট্রল-ডিজেল মিলিয়ে দেশের মোট ৭৪ দিনের তেল রয়েছে।”
বিশেষজ্ঞরা বলছেন “ভারতের পেট্রোলিয়াম স্টক এতটা কমে যাওয়া রীতিমতো উদ্বেগের। যে কোনও দেশেই অন্তত তিন মাস অর্থাৎ ৯০ দিনের পেট্রোলিয়াম রিজার্ভ থাকা উচিত। ভারতের মতো উন্নয়নশীল দেশে এই রিজার্ভের পরিমাণ আরও বেশি থাকার কথা। তাছাড়া ভারতে সাধারণত ১০০ দিনের পেট্রপণ্যের স্টক থাকেই। কী করে এত কমে গেল?”