|
---|
শিলিগুড়ি: প্রার্থীর সাথে প্রচারে বের হলেন পাপিয়া ঘোষ।শিলিগুড়ির সতেরো নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিলি সিনহার হয়ে প্রচারে নামলেন পাপিয়া ঘোষ।সতেরো নং ওয়ার্ড গৌতমদার ওয়ার্ড,আর এই ওয়ার্ডের মানুষ তৃণমূলের সাথেই আছেন।কারন এই ওয়ার্ড বহুদিন ধরেই তৃণমূলের সঙ্গে গাটছাড়া বেধে আছে।আর বেশী কিছু বলবার দরকার নেই এই ওয়ার্ডের মানুষকে।
সতেরো নং ওয়ার্ডের মানুষ তৃণমূল কংগ্রেসকে চেনে ভালোমতন তাই নিশ্চিত মনেই আমরা মিলিদির হয়ে প্রচার করে যাচ্ছি।এদিন পাপিয়া ঘোষ আরো জানালেন আগামীদিনে তৃণমূল কংগ্রেসই শিলিগুড়িতে বোর্ড দখল করবে,আর এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীও বিপুল ভোটে জীতবেন।ওয়ার্ডের মানুষের কাছে গিয়ে আমি ব্যাপক সাড়া পেয়েছি জানালেন পাপিয়া ঘোষ।