|
---|
আসমা খাতুন ,বর্ধমান : পূর্ব বর্ধমানের বিশিষ্ট শিক্ষক হাফেজ রফিক সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেন তিনি রাজ্যের অন্যতম খারিজি মাদ্রাসা দারুল উলুম সেহারাবাজারের শিক্ষক ছিলেন । প্রায় 35 বছর ঐ মাদ্রাসার খিদমত করেন । জীবনে বহু হাফেজ ও আলেম তিনি তৈরী করেছেন । তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একটি দোয়ার মজলিসের আয়োজন করা হয় তার সেহারাবাজার বাসভবনে । এই মজলিসে বিভিন্ন বক্তা হাফিজ রফিক সাহেবের জীবনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। সরল সাধাসিধে জীবন যাপন কারি কুরআনের ধারক রফিক সাহেবের কর্মকাণ্ডের সবাই ভুয়সী প্রশংসা করেন । এই মজলিসে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই বিশিষ্ট কবি মোল্লা রবিউল হোসেন, সেহারাবাজার মাদ্রাসা দারুল উলুমের কার্যকরী সম্পাদক হাজী মাওলানা আশরাফ আলী, মরহুমের উদ্দেশ্যে দোয়া পাঠ করেন মাদ্রাসা দারুল উলুমের সম্পাদক কথা মরহুম রফিক সাহেবের চাচাজি হাজী কুতুব উদ্দিন সাহেব। অশ্রুসিক্ত নয়নে হাজী কুতুব উদ্দিন ভাইপো তার ভাইপো তথা মাদ্রাসা দারুল উলুমের অন্যতম শিক্ষক মরহুম রফিক হাফেজ সাহেবের জন্য দোয়া প্রার্থনা করেন । আল্লাহ পাক তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন তার পরিবারকে সবরে জামিল দান করেন। শয়ে শয়ে মানুষ এই দোয়া প্রার্থনায় অংশগ্রহণ করেন।