|
---|
সংবাদদাতা : মেমারিতে ২১ জুলাই এর প্রস্তুতি যেন মিনি ধর্মতলা। মেমারি ১নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে মেমারির গন্তারে ২১ জুলাই এর প্রস্তুতি সভা ও মিছিল হয়। নেতৃত্ব দেন মেমারি ১নং যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র সিং। একুশ জুলাই ঘুনি আসার প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লক যেন মিনি ধর্মতলায় পরিণত হচ্ছে। প্রত্যেকটা সমাবেশে হাজার হাজার মানুষ হাজির হচ্ছেন। একই চিত্র দেখা গেল মেমারির গন্তারে। গ্রন্থারের মিছিলে স্লোগান ছিল ভালবাসার একুশ, আবেগের একুশ, স্পর্ধার একুশ, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার একুশ….. ধর্মতলা চলো ধ্বনিতে এদিন আকাশ বাতাস অনুরণিত হয়ে উঠেছিল। মিছিল হয়েছিল বাহাবপুর থেকে গণতারের মগরাহাট পর্যন্ত।পৌরহিত্য করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফাত্তার কয়েল। সমাবেশে ফাত্তা র কয়েল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলি তীব্র ভাষায় সমালোচনা করেন। মেমারি ১নং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং বলেন, মিছিল সমাবেশ করার উদ্দেশ্য হল, মমতা ব্যানার্জির ডাকে ধর্মতলা চলো ডাক সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, একুশ জুলাই দিদি যে বার্তা দেবেন তা আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব ও পাথেয় হিসাবে গ্রহণ করব। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গন্তার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল যুব অঞ্চল সভাপতি আসাউদ্দিন চৌধুরী ও কেন্না নিমো ২ পঞ্চায়েতের উপপ্রধান জাহির হোসেন, ছাড়াও এই ব্লকের প্রতিটি অঞ্চলের নেতৃত্ব।