|
---|
মালদা,২৭ নভেম্বর : চলো খেলি নাম তুলি এই শ্লোগানকে সামনে রেখে জেলাশাসক এর নির্দেশে ১৮ বছর বয়সী যুবকদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।
ভোটার কার্ডে নাম তুলতে যুবকদের সচেতনতা করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মালদা সদর এবং চাঁচল মহাকুমার বিভিন্ন ব্লকের ১৮ বছর বয়সী যুবকদের ভোটার লিস্টে নাম তোলা নিয়ে সচেতনতার লক্ষ্যে ২০ এবং ২১ নভেম্বর ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার মালদা শহরের বৃন্দাবনী ময়দানে অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা।
প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন, রানার্স এবং ম্যান অফ দ্যা ম্যাচ কে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তারা।