|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির পুরসায় ডিভিসি সংলগ্ন মাঠে গত ইংরেজী ১৭ ই নভেম্বর শুরু হয়েছে ৩০ তম জয়নাল মন্ডল স্মৃতি ট্রফি টুর্নামেন্ট ২০২১। এলাকার জনপ্রিয় ওই ফুটবল খেলার উদ্দ্যোগ নিয়েছে পুরসা অগ্রগামী যুব সংঘ। খেলায় বিভিন্ন জায়গার মোট ১৬ টি টিম অংশগ্রহণ করে। আজ প্রথম রাউন্ডের অষ্টম তথা শেষ খেলা অনুষ্ঠিত হল। জাতীয় সঙ্গীত বাজিয়ে খেলার সুচনা করে ক্লাব সম্পাদক সেখ ফিরোজ আহম্মেদ। প্রতিদিনের মতো এদিন অগনিত ফুটবল প্রেমী মানুষ ভিড় জমান পুরসা ডিভিসি ক্যানেল সংলগ্ন মাঠে। আজ অষ্টম দিনের খেলায় একাই হাট রানার ক্লাব কাটোয়া ও জোগ্রাম কোচিং সেন্টার মুখোমুখি হয়। উপস্থিত ছিলেন, খেলা প্রশিক্ষক রবীদ্রনাথ ঘোষ, শ্যামল গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী আসরাফুল হক মন্ডল, এলাকার ফুটবল খেলোয়াড় রাজিব রায় সহ অনেকে। খেলার প্রথম অর্ধে ৩ মিনিটে গোল করেন জোগ্রাম কোচিং সেন্টারের খেলোয়াড় সুরেশ সোরেন। পরে ৩০ মিনিটের মাথায় সেই গোল পরিশোধ করেন একাই হাট রানার ক্লাব কাটোয়া র খেলোয়াড় অভিজিৎ হাঁসাদা। দ্বিতীয় অর্ধে ২০ মিনিটে আবারও দুদান্ত একটি গোল করেন জোগ্রাম কোচিং সেন্টারের খেলোয়াড় সুরেশ সোরেন। শুরু থেকে দুটি দলই খুব ভালো খেলা উপহার দেয় দর্শকদের। এদিনের খেলায় জোগ্রাম কোচিং সেন্টার ২-১ গোলে জয়লাভ করে। খেলায় প্লেয়ার অফদা ম্যাচ হন জোগ্রাম কোচিং সেন্টারের খেলোয়াড় সুরেশ সোরেন।