|
---|
zনতুন গতি নিউজডেস্ক :কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলুফা ইয়াসমিন এর বিরুদ্ধে ১০০ দিনের কাজে গত ২ অর্থবছরে প্রায় ১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনল ওই পঞ্চায়েতের ১২ জন গ্রাম পঞ্চায়েত সদস্য।
পঞ্চায়েতের একাধিক সদস্য স্থানীয় বিডিওর কাছে এই অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে বিডিও তদন্তের আশ্বাস দিয়েছে।
কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান এর বিরুদ্ধে মূলত ১০০ দিনের কাজের সবজি চাষ বৃক্ষরোপণে প্রকল্পে কোন প্রকার সবজি না লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
পঞ্চায়েতের কিছু অসাধু কর্মচারীদের সাহায্য এই দুর্নীতি প্রধান ঘটিয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যদের।পঞ্চায়েতের ১২ জন সদস্য প্রশাসনের কাছে আবেদন করেছেন যত শীঘ্র সম্ভব তাদের অভিযোগের তদন্ত করে প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের প্রতিলিপি জেলাশাসক, জেলা পঞ্চায়েত গ্রাম উন্নয়ন আধিকারিক , ওএম জি এন আর ই জি এস প্রকল্প অফিসার কে প্রদান করেছেন।
পঞ্চায়েত সদস্য জানিয়েছেন “প্রধান নিলুফা খাতুন আমাদেরকে গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছামত কিছু পঞ্চায়েতের কর্মচারীকে হাতে করে ১০০দিনের কাজেরও ভুয়া মাস্টাররোল তৈরি করে সব টাকা আত্মসাৎ করছে।”
অভিযোগ পেয়ে কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় ঘিসিং তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।