মেমারিতে আমুলের মিল্ক প্রকিউরমেন্ট অফিসে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির করা হয়

সেখ সামসুদ্দিন : আজ ২৭ নভেম্বর শ্বেত বিপ্লবের জনক ডঃ ভার্গিস কুরিয়েন-এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দ্বিতীয় দিনে পূর্ব বর্ধমানের মেমারিতে আমুলের মিল্ক প্রকিউরমেন্ট অফিসে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির করা হয়। ডঃ ভার্গিস কুরিয়ানের ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। ওএসডি পূর্ব রিজিওন অফিসার দীপক চক্রবর্তী সহ অন্যান্য অফিসারবৃন্দ এবং উপস্থিত চিকিৎসকগণ পুষ্পার্ঘ্য দেন। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ১০০ জনের রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রেখে শিবিরের সূচনা হয়, অপরদিকে কলকাতার আর এন টেগোর হাসপাতালের সহযোগিতায় গোপালক তথা দুধ উৎপাদক চাষীদের সহ আমুল প্রকিউরমেন্টের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ১১টি জেলার মানুষ পরিষেবা নিতে আসবেন বলে জানান ইষ্টার্ন জোনের ওএসডি অফিসার দীপক চক্রবর্তী।