১২ তম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যায় তাক লাগানো পারফরম্যান্স উপহার দিলো মুগবসান সুইট ড্রিম চিলড্রেন পয়েন্ট.

১২ তম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যায় তাক লাগানো পারফরম্যান্স উপহার দিলো মুগবসান সুইট ড্রিম চিলড্রেন পয়েন্ট.
নতুন গতি,সেখ মহম্মদ ইমরান,কেশপুর:
১২ তম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যায় তাক লাগানো পারফরম্যান্স উপহার দিলো মুগবসান সুইট ড্রিম চিলড্রেন পয়েন্ট.
কেশপুর ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কেশপুর ড্রিম এডুকেশন সোসাইটি পরিচালিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুগবসান সুইট ড্রিম চিলড্রেন পয়েন্টের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ,পুরস্কার বিতরণী সভা ও ভারতের প্রজাতন্ত্র দিবস রবিবার জাঁকজমকপূর্ণভাবে মুগবসান ফুটবল মাঠে স্বপ্নসন্ধ্যা মঞ্চে অনুষ্ঠিত হল। এদিন সুদৃশ্য বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয়ের পড়ুয়ারা প্রভাতফেরী করে, যেখানে বৈচিত্র্যর মধ্যে ঐক্য ফুটে উঠে। বিদ্যালয়ের পড়ুয়া প্যারেড বাহিনী প্যারেড করে। এদিন ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কেশপুর থানার এসআই সৌমিত্র রাজাক।
তাঁকে গার্ড অফ অনার জানিয়ে সম্মান প্রদর্শন করে বিদ্যালয়ের পড়ুয়া প্যারেড বাহিনী। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রাজন্যা রায় উদ্বোধনী সংগীত পরিবেশন করে । এই গানের মাধ্যমে ভারতের বৈচিত্র্যর মধ্যে ঐক্য ও সম্প্রীতির চিত্র ফুটে ওঠে, তেমনি অনুষ্ঠানের মুল সুরটিও উদ্ভাসিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বিদ্যালয়ের বহুমুখী কর্মকাণ্ডর কথা তুলে ধরেন।
বিভিন্ন ধরনের নৃত্য শৈলীর সংমিশ্রণে অভিনব মঞ্চ পরিকল্পনা, পোশাক ভাবনার মাধ্যমে স্বপ্নসন্ধ্যা মঞ্চে এক দুরন্ত নৃত্যানুষ্ঠান পরিবেশন সুইট ড্রিম চিলড্রেন পয়েন্টের কচিকাঁচারা। অনুষ্ঠানে কচিকাঁচাদের দ্বারা পরিবেশিত হিন্দি ছড়া, গান, মূকাভিনয়, কোরাস গান উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।
এদিন দু:স্থের ছায়া’র অন্যতমা সদস্য সুতফা রায় এক আকর্ষণীয় দেশমাতা বন্দনার গান পরিবেশন করে অনুষ্ঠান মঞ্চ কাঁপিয়ে দেয়।
বিদ্যালয়ের পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রতি শ্রেণীর ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরও বিশেষ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি শ্রেণীর ছাত্রছাত্রীকে তা ‘মা’ কেমন ভাবে বিদ্যালয়ে পাঠায়, তার পোশাক পরিচ্ছদ পরিষ্কার কিনা ইত্যাদি দেখে “Best Mother” পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও এইবারে প্রথম সামসুল একাডেমি স্কলারশিপ মেধাবী তথা দুঃস্থ পড়ুয়াদের প্রদান করা হয়। সোসাইটির পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও এলাকার অসহায় মানুষদের ডেঙ্গু প্রতিরোধ করার জন্য মশারি প্রদান করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, কেশপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউর রহমান, মুগবসান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হাসানূর জামান, মুগবসান অঞ্চল পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী, কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনিল কুমার ঘোষ, মুগবসান প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক দীপক ঘোষ, মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সেখ মইনুল ইসলাম, বিশিষ্ট শিশু চিকিৎসক সেখ আজব আলী, সুইট ড্রিম চিলড্রেন পয়েন্টের প্রধান শিক্ষক সেখ আব্দুল জব্বার, ড্রিম এডুকেশনের সম্পাদক সানিউল আকতার, মুন্ডলিকা বিদ্যাপীঠের শিক্ষক চঞ্চল হাজরা।
গ্রাম্য এলাকায় এই রকম এক মনোমুগ্ধকর অনুষ্ঠান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।