|
---|
মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সমব্যথী ভারতের ৭১তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য শিবির , কম্বল বিতরণ,
নতুন গতি, নিজস্ব প্রতিনিধি ,মেদিনীপুর: মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সমব্যথী ভারতের ৭১তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য শিবির , কম্বল বিতরণ, ছোটো বাচ্চাদের জামা কাপড় ,বড়োদের প্যান্ট ,মেয়েদের শাড়ি ,বয়স্ক লোকদের ধুতি, পাঞ্জাবী ও
আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করল ঝাড়গ্রাম জেলার ‘ধডসা ব্লক’-র ওড়ো গ্রামে! দারিদ্র সীমার নীচে বসবাস কারী বেশিরভাগ মানুষ এই সমস্ত জিনিস পেয়ে খুবই খুশি হয় । সমব্যথীর অন্যতম কর্নধার ফকরুদ্দিন মল্লিক বলেন, “সমব্যথী উদ্যোগে আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রজাতন্ত্র দিবস পালন করতে ওরো গ্রামে। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সামাজিক বন্ধন গঠনের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস । আনন্দে মন ভোরে গেলো 71 তম প্রজাতন্রে এরম একটি মানব সেবা করতে পেরে। ধন্যবাদ সকলকে যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । আগামীদিনে চেষ্টা করবো আপনাদের আশীর্বাদ নিয়ে আরো একাধিক কাজ করতে। সকলের ভালো হোক এই কামনা করি। এই রকম এক মোহাম্মদ উদ্দ্যোগ এলাকাবাসীর প্রসংশা কুড়িয়েছে।