ইউরোপীয় ইউনিয়নে সি এ এ বিরোধী খসড়া পেশ করলেন।

ইউরোপীয় ইউনিয়নে সি এ এ বিরোধী খসড়া পেশ করলেন।
নতুন গতি , ওয়েব ডেস্ক: ভারত আবার আন্তর্জাতিক মহলে সি এ এ ও কাশ্মীর ইস্যু নিয়ে চাপের মুখে পড়েন।
ইউরোপ ইউনিয়নের ১৫০ জন সাংসদ সি এ এ বিরোধী প্রস্তাব আনতে চলেছেন।
প্রকাশিত খসড়ায় বলা হয়েছে যে ভাবে সি এ এ ভারতে চালু করছে তাতে ভারতে মানুষকে অনেক সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে।
ইউরোপ ইউনিয়নের কাছে তাদের আবেদন কোনরকম বাণিজ্যিক চুক্তির আগে সি এ এ ও কাশ্মীরি ইস্যুগুলো তুলে ধরা।