|
---|
লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার বেচাকেনা চলছে কালিয়াচক
নতুন গতি ওয়েব ডেস্ক:আজও লক ডাউনকে বুরো আঙ্গুল দেখিয়ে দেদার বেচাকেনা হল কালিয়াচক, ৩নং ব্লকের সাহাবাজপুর ডেলী মার্কেট সংলগ্নবাজার এই সংবাদ পেরন করেছেন শাহাজাহান সেখ,অঞ্চল প্রেসিডেন্ট তার বক্তব্য হল যেখানে প্রতিদিন বাজার বসে সেখানে নিয়ম নীতি মেনে বাজার বসতোও সচেতন মূলক ভাবনা নিয়ে ক্রেতারা বাজার করতো, কিন্তু কিছু মুষ্টোমেয়ো লোক সেখান থেকে বাজার অনত্রেসেরানোয় ভীড় বেশি হচ্ছে ও কোন লকডাউনের নিয়ম মানা হচ্ছে না । মূলত প্রশাসনের গাফিলতির কারণেই এই রকম অবস্থা বলে মনে করছেন।যেখানে গোটা দেশে চলছে লক ডাউন আর এখানে সেটার কোনো প্রভাব পড়ছে না বর্তমানে।