|
---|
আসিফ রনি, নতুনগতি, মুর্শিদাবাদ:
গত 6 ই ফেব্রুয়ারি লালগোলা কলেজের বাংলা বিভাগের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও “মন পরব” 19 সাড়ম্বরে পালিত হলো। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলা বিভাগের ছাত্র ছাত্রীদের উজ্জ্বল উপস্থিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর মিয়া। তিনার উপস্থিতিতে লালগোলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী সোমনাথ চক্রবর্তী মহাশয়ের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
ছাত্রীরা সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন। এছাড়া এই অনুষ্ঠানের অন্যতম পর্ব ছিল নাটক। দ্বিতীয় বর্ষের ছাত্র মনিরুল ইসলামের লেখা নাটক “হঠাৎ সময় থমকে দাঁড়ায়” ।নাটকটি দীর্ঘ প্রস্তুতির পর তার মঞ্চায়ন ছিল দেখার মতো। “পাকা দেখা” শ্রুতিনাটকটির মনোজ্ঞ উপস্থাপন দর্শকদের মন জয় করে।
এছাড়া উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মিতশ্রী রায়। তিনি সংগীত পরিবেশন করেন। “চিরদিনই তুমি যে আমার” সিনেমার নায়ক অভিনেতা সৌমেন হাজারির উপস্থিতি ও সঙ্গীত পরিবেশন লক্ষ করা যায়।
এ অনুষ্ঠানের একটি বিশেষ দিক হলো স্থানীয় একজন গুণী মানুষকে সংবর্ধনা সম্মাননা জ্ঞাপন। এবছর সম্মানিত করা হয় বিশিষ্ট সমাজসেবী মঈন উদ্দিন শেখ মহাশয় কে ।তাকে সম্মানিত করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দা নাফিসা ইসলাম মহাশয়া।
সৈয়দা নাফিসা ইসলাম বলেন” মন পরব” অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের মনের অনুষ্ঠান, মানসিক বিকাশে অনুষ্ঠান, আনন্দ উদযাপনের অনুষ্ঠান।
পরিশেষে তিনি সকল ছাত্র-ছাত্রী ও আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।