নরেন্দ্র মোদি সরকারের ভুল অর্থনৈতিক নীতির শিকার এবার LIC,ডুবতে বসেছে সংস্থা

আজিম শেখ,নতুন গতি: কোটি কোটি ভারতবাসীর শেষ বয়সের সঞ্চয় হল LIC। আজ সেই LIC নিজেই গভীর সঙ্কটের মুখোমুখি। কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারনে আজ LIC ডুবতে চলেছে।
অনিল আম্বানির রিলায়েন্স নাভালকে ঋণ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত IDBI ব্যাঙ্ক। রিলায়েন্স নাভাল উঠে গেছে সাথে IDBIকেও ডুবিয়েছে। IDBI এর পরিত্রাতা হিসাবে এগিয়ে এলো LIC, কর্পোরেট ঋণে জর্জরিত IDBI এর ৫১% শেয়ার ২১,০০০ কোটি টাকা খরচ করে কিনে নিল LIC। যদিও তাতেও IDBI এর সঙ্কট মিটল না। ঋণের ভারে আরও লোকসানে তলিয়ে গেল IDBI, IDBI কে বাঁচাতে ৯,৩০০ কোটি টাকার তহবিল গঠন করলো কেন্দ্রীয় সরকার যার মধ্যে ৪,৭৪৩ কোটি টাকা দিতে হলো LIC কে। বাকি টাকা দিল কেন্দ্রীয় সরকার। ফলে শুধুমাত্র IDBI তেই ৩৫,০০০ কোটি টাকা লগ্নি করতে বাধ্য হলো LIC
একইভাবে PNB এর সাহায্যর্থে এগিয়ে এলো LIC। নীরব মোদীর ৮,০০০ কোটি টাকার ঋণের ঘটনায় লোকসানে জর্জরিত PNB তে বিপুল পরিমাণ অর্থ লগ্নি করতে বাধ্য করলো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণের ঠেলায় পরে কোল ইন্ডিয়া, NTPC, কর্পোরেশন ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্কের শেয়ার চড়া দামে কিনতে বাধ্য হল LIC। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ৫ বছরে মোট ২২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে বাধ্য হয় LIC। যার দরুণ ৬০ বছরে প্রথমবার মাত্র আড়াই মাসে ৫৭,০০০ কোটি টাকা হারালো LIC। এসবই আমার আপনার শেষ জীবনের সঞ্চয়ের জন্য জমানো টাকা।
কি ভাবছেন LIC আবার ঘুরে দাঁড়াবে?
খারাপ লাগলেও এটাই সত্য এই সরকারের আমলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। লাভজনক প্রত্যেকটা সংস্থা লোকসানের অতল গহ্বরে তলিয়ে গেছে এই সরকারের আমলেই। এমনকি অবস্থা এমনই রিজার্ভ ব্যাঙ্কের জরুরি তহবিল থেকেও টাকা নিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক মার্জারের নামে ঋণ “রাইট অফ” করে দেওয়ার চেষ্টা চলছে। অটোমোবাইল থেকে টেক্সটাইল সব শিল্প এখন সঙ্কটে। বেকারত্বের হার বর্তমানে ৭% ছাড়িয়েছে। বিদেশী অর্থলগ্নি সংস্থাগুলো শেয়ার বেচে দেশ ছাড়ছে। অর্থনীতির হাল ফেরাতে সরকারের কোনো পদক্ষেপ নেই। এখনও কাশ্মীর, ৩৭০, ধর্মীয় জিগির নিয়েই এরা পড়ে আছে। *এবছর LIC পরের বছর কি PF এর পালা। কারন PF ফান্ডেও প্রচুর টাকা প্রতিনিয়ত জমা হয়। এই দুটো যদি মুখ থুবড়ে পড়ে ভারতের ৯০% মানুষের শেষ জীবনের সঞ্চয় শেষ হয়ে যাবে।*
“JOY SREE RAM” ধ্বনি দিয়ে আর দেশ বাঁচানো যাবে না।
(সংগৃহীত)