|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ মহালয়া উপলক্ষে পিতৃপুরুষদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়। সেই রীতি অনুযায়ী আজ পূর্ব বর্ধমানের দাঁইহাট পৌরসভা এলাকার গঙ্গার ঘাটে মাথায় বৃষ্টি নিয়ে চলছে তর্পণ”। ভোরবেলা থেকেই দাঁইহাট এলাকার পুণ্যার্থীরা ছাড়াও বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা তর্পণ করার জন্যে ছুটে আসে দাঁইহাট গঙ্গার ঘাটে। এদিন তিলজল দান করে থাকেন বংশধরেরা। তর্পণের মাধ্যমে স্মরণ করা হয় চিরতরে হারিয়ে যাওয়া প্রিয়জনদের। এই অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণ ভাবে হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।