“একুশে কবিতা” পত্রিকার প্রকাশ অনুষ্ঠান

সাহিন হোসেন, সাগরদিঘী, মুর্শিদাবাদ : বহরমপুর পি.আর.সি. হলে গত ২৮সেপ্টেম্বর ‘একুশে কবিতা’-র
নবপর্যায় দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হল।সম্পাদক সুব্রত হাজরা এবারেও তরুণ কবিদের নিয়ে পত্রিকা নির্মাণ করেছেন ।অনুষ্ঠানে উপস্থিত সবচেয়ে নবীন কবিদের হাত দিয়ে পত্রিকার আত্মপ্রকাশ ঘটে । পত্রিকায় একুশ জন কবির কবিতাকে ‘ক’,’বি’,’তা’ -এই তিনটি ভাগে ভাগ করে হয়েছে ।’ক’বিভাগে মুক্ত গদ্যের কবিতা, ‘খ’বিভাগে আবৃত্তিযোগ্য কবিতা, ‘গ’বিভাগে কবিতার পরীক্ষা-নিরীক্ষা । পত্রিকায় স্বরবর্ণ-ব্যঞ্জণবর্ণে পৃষ্ঠার নম্বর এক অভিনব পদ্ধতি ব্যবহার । উপস্থিত ছিলেন কবি নাসের হোসেন, ,সমরেন্দ্র রায়,আনন্দ মার্জিত, গোপাল বাইন,তাপসী ভট্টাচার্য প্রমুখ । স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্যে জমজমাট হয়ে ওঠে সাহিত্য-সংস্কৃতির আড্ডা ।মহাদেব সাহা, অর্ধেন্দু বিশ্বাস, এম.এ.ওহাব, সুদীপ্ত চক্রবর্তী, সঞ্চিতা বণিক,শুদ্রক পান্ডে প্রমুখ তরুণ কবিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাজল কুমার সাহা।