|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ বিশ্বকর্মা হল হিন্দু দেবতা। হিন্দু পৌরাণিক কাহিনী মতে বিশ্বকর্মা ছিলেন দেবশিল্পী। পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের মেঝিয়ারী হাটতলায় শ্রী দূর্গা মিলের উদ্যোগে বুধবার বিশ্বকর্মা পুজো হয়েছিল। এবারে পুজো ৩৫ তম বর্ষে পর্দাপন করছে।আজকে বিশ্বকর্মা পুজো দ্বিতীয় দিনে পড়ছে। পুজো উদ্যোক্তা জানিয়েছেন পুজোর বাজেট আগের তুলনায় অনেক বেড়েছে। শ্রী দূর্গা শ মিলের পুজো মন্ডপের থিম হল আগমনী। বৃহস্পতিবার শ্রী দূর্গা শ মিলের উদ্যোগে অন্নকূটের আয়জন করা হয়েছে। ৪০০০ মানুষজনকে অন্নকূট খাওয়ানো হবে। পুজো উপলক্ষে যাত্রা হয়। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষেরা।