|
---|
৪০ বছর অতিক্রম করার খুশি উপভোগ করার জন্যই কালকে মোমবাতি জ্বালানোর উপদেশ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
নতুন গতি ওয়েব ডেস্ক : করোনার সংক্রমণ কে রোখার জন্য ২২ মার্চ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত্রি ৮ টার সময় ঘোষণা করে যে ২২ মার্চ রাত্রি ১২ টা থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা ভরত লকডাউন থাকবে কিন্তু সেইদিন রাত্রে ১৩০ কোটি মানুষের হাতে সময় ছিল মাত্র ৪ ঘন্টা যার ফলে ভিন্ন রাজ্যে যাওয়া শ্রমিকেরা এখনও আটকে পড়ে আছে, তাদের কাছে খাবার পৌঁছাছে না, তারা বাড়ি ফিরতে পারছে না, আবার কেউ কেউ শত শত কিমি পথ পায়ে হেঁটে বাড়ি ফিরছে এদের কথা একটুও না ভেবে আবার গতকাল সকাল ৯ টার সময় ভাষণ দেন প্রধানমন্ত্রী।
গতপরশু দিন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় যে কালকে অর্থাৎ ৩ এপ্রিল সকাল 9 টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী যার ফলে অপেক্ষায় ছিল সমগ্র দেশ বাঁশি কিন্তু যখন তিনি দেশের সব সমস্যার কথা বাদ দিয়ে একজন দায়িত্বহীন প্রধানমন্ত্রীর মতো ঘোষণা করে দিলো যে ৫ এপ্রিল রাত্রি 9 টার সময় দেশের ১৩০ কোটি জনতা মোমবাতি জ্বালাবে কোনো উপকারিতা প্রকাশ না করেই। তখন দেশের চিন্তাশীল ব্যাক্তি রা ভাবতে লাগলো রহস্য টা কি যেখানে করোনার প্রভাবে সম্পদশিল, শক্তিশালী ও উন্নতি প্রযুক্তি বিদ্যায় সম্পূর্ন দেশ গুলো মাথা নত করে দিলো সেখানে মোমবাতি কি কাজে লাগবে। এই প্রশ্নের উত্তর দিলো একটা তামিল নাডুর নিউজ চ্যানেল।
গত কালকে তামিল নাডুর News 7 নামের এক নিউজ চ্যানেল প্রকাশ করে যে ভারতীয় জনতা পার্টি ৬ এপ্রিল ১৯৮০ সালে প্রতিষ্ঠা হয় এবং সামনে ৫ এপ্রিল তা ৪০ বছর অতিক্রম করবে তার কারণেই দেশের ১৩০ কোটি জনতা কে মোমবাতি জ্বালিয়ে ভারতীয় জনতা পার্টির ৪০ বছর অতিক্রম কে স্বাগত জানার জন্য এই পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেন নিউজ চ্যানেলটি।